আছিয়া হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ শেষ
মাগুরায় তৃতীয় দিনের মতো শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো: মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘চাঞ্চল্যকর আছিয়া হত্যা মামলায় তৃতীয় দিনের মতো ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য ছিল। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষীরা আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য প্রদান করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবি মো: সোহেল আহম্মেদ সাক্ষীদের জেরা করেন।
এ মামলায় ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এ মামলায় সুরতহাল সাক্ষী হিসেবে ঢাকা থেকে মাগুরা আদালতে সাক্ষী দিতে আসেন। সাক্ষ্য গ্রহণ শেষে তিনি মামলার দীর্ঘসুত্রিতার বিষয়ে মিডিয়ায় কথা বলেন।
আদালত সাক্ষী গ্রহণ শেষে আগামীকাল বুধবার পরবর্তী সাক্ষীদের আদালতে হাজির করার জন্য নির্দেশ দেন। আছিয়া হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য প্রতি কার্য দিবসে মামলাটি কার্য তালিকায় রাখা হচ্ছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।