একযোগে ১১ ওসির বদলি বরিশালে
বরিশাল জেলা পুলিশের ১১ জন পুলিশ পরিদর্শককে (ওসি) বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বরিশাল জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন স্বাক্ষরিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জেলার বাকেরগঞ্জ থানার ওসি ও ওসি তদন্ত, হিজলা, বাবুগঞ্জ, মুলাদি, মেহেন্দিগঞ্জ, জেলা ডিবি, বিভাগীয় পুলিশ হাসপাতাল, মটরযান শাখা, জেলা সার্কেল অফিস ও সদর কোর্টে ১১ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়ন করা পুলিশ পরিদর্শকদের আগামী ৪ এপ্রিলের ভেতর নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেয়া হয়েছে। একইসাথে জেলা পুলিশের ১১ জন ওসি বদলিতে আলোচনার সৃষ্টি হলেও পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়মমাফিক হিসেবেই দেখছেন।
বরিশাল জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন বলেন, ‘পুলিশের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া, ১১ জন ওসি বদলিও তারই একটি অংশ।