জিডির প্রতিবাদে জ্বললো টায়ার, অবরুদ্ধ বরিশাল-কুয়াকাটা মহাসড়ক
বরিশালে ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন সহপাঠী ও স্থানীয় শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বেলুয়া এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, স্থানীয় একটি কলেজের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে “অজ্ঞাত কারণে” থানায় জিডি করা হয়েছে। অভিযোগ রয়েছে, এদের মধ্যে কেউ কেউ সাম্প্রতিক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে মুখ খোলার কারণে প্রশাসনের বিরাগভাজন হন।
এ ঘটনার পর স্থানীয় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। দুপুর ১টা থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বেলুয়া পয়েন্টে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যানার-প্ল্যাকার্ড হাতে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে বরিশাল থেকে পটুয়াখালী ও কুয়াকাটাগামী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা দাবি জানান—
-
২২ শিক্ষার্থীর বিরুদ্ধে দায়েরকৃত জিডি অবিলম্বে প্রত্যাহার করতে হবে,
-
প্রশাসনকে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে,
-
শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীন মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবরোধে যানজটে বিপাকে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা। অনেক যাত্রী হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।
বাকেরগঞ্জ থানার ওসি জানান, "অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ করতে আমরা চেষ্টা করছি।"
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করেছেন। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবিগুলো দ্রুত মানা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।