বজ্রপাতে আরও একজনের প্রাণ গেল
কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর গ্রামে বজ্রপাতে মোহাম্মদ অনোহল (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনোহল বাড়ির পাশে ধানের খলায় কাজ করছিলেন। কাজ শেষে খলার পাশের মাঠ থেকে গরু আনতে গেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, হাওর অঞ্চলে বজ্রপাতের ঘটনা প্রায়ই ঘটে থাকে, যা কৃষকদের জন্য একটি বড় ঝুঁকি। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ দেওয়া হয়েছে।