বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার নিয়ে ব্রিটিশ এমপিদের উদ্বেগ

বাংলাদেশে সংখ‍্যালঘুদের সহিংসতার বিষয়ে অপপ্রচার নিয়ে ব্রিটিশ সাংসদদের উদ্বেগ, ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ব্রিটিশ এমপিরা। স্থানীয় সময় বুধবার বিকেলে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশ-এর এক বিশেষ সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়।

সভাটি আয়োজন করেন এপিপিজি-র চেয়ারপার্সন এবং বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আপসানা বেগম। এতে অংশ নেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি বাংলাদেশের উন্নয়ন, স্বচ্ছতা এবং সংখ্যালঘু সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।

সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ নিয়ে হাইকমিশনার বলেন, “বাংলাদেশ সরকার একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে পর্যবেক্ষণের সুযোগ পান এবং ভিসা প্রক্রিয়াও এখন অনেক সহজ হয়েছে।”

তিনি আরও বলেন, “ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে এবং আইনি সুরক্ষার মাধ্যমে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেষ্ট।”

সভায় অংশ নেওয়া একাধিক ব্রিটিশ এমপি জানান, সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে দেশটিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে—যা উদ্বেগজনক।

সভায় হাইকমিশনার আরও জানান, গত বছরের গণআন্দোলনে সংঘটিত মানবিক বিপর্যয়ের নিরপেক্ষ তদন্ত ও বিচার সরকারের অগ্রাধিকারভুক্ত বিষয়।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় সভায়। হাইকমিশনার বলেন, “বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা ও প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।”