ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়
আজ বৃহস্পতিবার (১ মে) সকালেও রাজধানী ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে ঢাকার একিউআই (Air Quality Index) স্কোর ছিল ১৭৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ।
একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধাপে পড়ে, যা সকলের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই পরিস্থিতি আরও বিপজ্জনক।
ঢাকার বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, শিল্পকারখানার নির্গমন এবং খোলা জায়গায় বর্জ্য পোড়ানো। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এই সময়ে বাইরে অপ্রয়োজনীয় চলাফেরা সীমিত রাখা, মাস্ক ব্যবহার করা এবং ঘরের জানালা-দরজা বন্ধ রাখার জন্য।
বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৫০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়নের মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব।