৩ দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের জনস্রোত

কুয়াকাটা|

শ্রমিক দিবস ও তিন দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হওয়া টানা ছুটিতে হাজারো পর্যটক পরিবার-পরিজন, বন্ধু বা সহকর্মীদের সাথে ছুটে এসেছেন ‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটা সমুদ্রসৈকতে।

সৈকতে ঘুরে দেখা গেছে, পর্যটকরা নানা রকম আনন্দে মেতে উঠেছেন। কেউ দলবেঁধে নোনা পানিতে শরীর ভাসিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের সাথে খেলায় মগ্ন, কেউ ঘোড়ায় চড়ে কিংবা ওয়াটার বাইক, মোটরবাইকে করে উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য। আবার কেউবা সৈকতের বেঞ্চে বসে নিঃশব্দে উপভোগ করছেন ঢেউয়ের ছলাৎছল শব্দ।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা থানা পুলিশ ও নৌ-পুলিশ যৌথভাবে টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছে।