পায়ের প্রতিবন্ধীতা নিয়ে আজ ৩ বছর হলো অসহায় জীবন যাপন করছি
৩ বছর আগে পায়ের টিউমার অপারেশন করতে গিয়ে এখন হাটতে পারেন না খুশি বেগম।স্বামী একজন কৃষক। টানাটানির সংসার।২ সন্তানের জননী খুশি বেগম। বড়ো মেয়েকে ৯ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করিয়েছেন।অভাবের কারনে আর পড়াশোনা করাতে পারছেন না মেয়েকে ।ছোট ছেলে একলাকার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।জাকাত ফাউন্ডেশন ওফ আমেরিকা কর্তৃক ছাগল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে এই নারী।খুশি বেগমের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বাবুর বাজার।
এই অসহায় নারী বলেন, 'পায়ের প্রতিবন্ধীতা নিয়ে আজ ৩ বছর হলো অসহায় জীবন যাপন করছি।কোন কাজ করতে পানি না।তেমন কোন জমিজমা নেই। স্বামী টাকায় সংসার চলে না। ছাগল পেয়ে খুশি লাগছে। এই ছাগল আমার কর্মের অনেক বড়ো অংশ হলো।'
শুধু খুশি বেগম নয়, রাজারহাট উপজেলার ২ শত অসহায়, হতদরিদ্র নারী- পুরুষ যাকাত ফাউন্ডেশন অফ আমেরিকার ছাগল পেয়ে সন্তুষ্টির কথা জানান ।
পাইকপাড়া এলাকার রেজিয়া বলেন , ' আমি একজন বিধবা মানুষ। সংসার চলে না। জিনিসপত্তির দাম এখন অনেক বেশি।বিভিন্নখানে কাজ করি কোনরকম সংসার চালাই। এই ছাগল দুটি পেয়ে আমার ভালো লাগছে। ছাগল দুটি পেলে পুষে বড় করব এবং যে বাচ্চা হবে তা বিক্রি করে জীবনের অনেক চাহিদা মেটাবো। অসুস্থ মানুষ, অনেক সময় ঔসধ কেনার টাকাও থাকে না। '
ঘরিয়াল ডাংঙ্গা ইউনিয়নের জয়নাল আবেদিন বলেন, 'আমরা খুব হতদরিদ্র মানুষ। তিস্তা নদীর অববাহিকায় আমাদের বাড়ি। তিস্তার ভাঙ্গনে আমরা বিধ্বস্ত। আমরা সবসময় চিন্তায় থাকি কখন জানি আমাদের বাড়িঘর ভেঙ্গে নিয়ে যায়। এই ছাগল দুটি পেয়ে আমার অনেক উপকার হলো। আমি ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগ গ্রহণ করেছে। '
উল্লেখ্য, যাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা রাজাহাট উপজেলার ২০০ টি পরিবারের মাঝে ৪০০ টি ছাগল বিতরণ করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজারহাট পাইলট অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব, অর্থ মন্ত্রণালয়, মো. মাহবুবুল হক,রাজারহাট উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান,অতিরিক্ত জেলা প্রশাসক, (রাজস্ব) মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম।
প্রশাসনের কর্মকর্তা, মো. মাসুদ,যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ অফিস।
যাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা স্থানীয় প্রতিনিধি, মোহাম্মদ তোফায়েল আহমেদ।
আয়োজনে সহযোগিতা করেন, ড. আতিক মুজাহিদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি।
আয়োজক, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ।
রাজারহাট উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন,এই উদ্যোগটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি মনে করি এতে করে প্রান্তিক জনগোষ্ঠীর মন উন্নত হবে।