বাবা-মা ছিলেন আওয়ামী লীগের নেতা-নেত্রী, এখন মেয়ে পেলেন এনসিপির কমিটি গঠনের দায়িত্ব
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা দোলা।
মঙ্গলবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত চিঠিতে তাকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলায় এনসিপির কমিটি প্রস্তাব করার জন্য একটি টিম গঠন করা হয়েছে। সেখানে অঞ্চল তত্ত্বাবধায়ক হিসেবে আছেন মো. আবদুর রহমান। আর মো. রাকিব হোসেন আছেন সংগঠক হিসেবে। এই টিমকে জেলার সদস্যদের সঙ্গে সমন্বয় করে ৩০ দিনের মধ্যে কমিটি প্রস্তাব করতে বলা হয়েছে। এর মধ্যে ফরিদপুর জেলায় সদস্য হিসেবে আছেন সৈয়দা নীলিমা দোলা। এনসিপির কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষরিত ওই চিঠি প্রকাশ হওয়ার পর ফরিদপুরের বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
দোলা ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে এবং জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাসিরের ভাগ্নি। তার বাবা সৈয়দ গোলাম দস্তগির একজন ব্যবসায়ী। নীলিমা ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে মাস্টার্স করেন। এরপর কিছুদিন একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেছেন। বর্তমানে ‘সিনে কার্টেল’ নামে একটি মিডিয়া কোম্পানির স্বত্বাধিকারী তিনি।
সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে দোলা বলেন, “আমার পরিবারের আওয়ামী রাজনীতি করা সংক্রান্ত কিছু পোস্ট আপনাদের সামনে আসতে পারে। আমি নিজের দিক থেকে একটা ব্যাখ্যা আমার মানুষজন এবং রাজপথের সহযোদ্ধাদের দিয়ে রাখতে চাই। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আমি করে আসতেছি দীর্ঘ দশ বছর ধরে। “বিশ্ববিদ্যালয়ের ‘নো মেট্রো অন ডিইউ’ মুভমেন্ট, রামপালবিরোধী আন্দোলন, ডিএসএ বাতিলের আন্দোলন, সুফিয়া কামাল হলকে ছাত্রলীগমুক্ত করাসহ অন্যান্য সব আন্দোলনের অতি পরিচিত মুখ আমি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লেখালেখিও পুরোনো।”