ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর: বিশ্বে তৃতীয় সর্বাধিক দূষিত শহর
শুক্রবার (২ মে) সকালে ঢাকার বাতাসের গুণমান ছিল অস্বাস্থ্যকর। সকাল পৌনে ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৬২, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত হয়েছে। এই অবস্থানে ঢাকার অবস্থান ছিল বিশ্বের তৃতীয় দূষিত শহর হিসেবে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে ছিল ইরাকের রাজধানী বাগদাদ, যার একিউআই স্কোর ছিল ২৮৯। দ্বিতীয় স্থানে ছিল কুয়েত সিটি, যার স্কোর ছিল ১৭২।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোরের ভিত্তিতে, ১০১ থেকে ১৫০ এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ এর মধ্যে 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১+ স্কোর 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচিত হয়।
ঢাকার বাতাসের গুণমান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে, বিশেষ করে শীতকালে এটি আরও খারাপ হয়ে যায়। বায়ু দূষণ কমাতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।