নির্দেশনা মানলোনা পাইলট, ঢাকার ফ্লাইট বাধ্য হয়ে গেল সিলেট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মদিনা-ঢাকা ফ্লাইট পাইলটের নির্দেশনা অমান্য করার কারণে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) এই ঘটনা ঘটে, যা জাতীয় পতাকাবাহী সংস্থাটির জন্য আর্থিক ক্ষতির কারণ হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) অনুযায়ী, বুধবার সকাল ১১:৪৫ থেকে দুপুর ১২:৪৫ পর্যন্ত রানওয়ে বন্ধ ছিল। তবে, বিমানের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি মদিনা থেকে উড্ডয়নের সময় এই সতর্কবার্তা উপেক্ষা করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ফলস্বরূপ, ফ্লাইটটি ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে নামতে বাধ্য হয়।
বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, পাইলট ও ফার্স্ট অফিসার উভয়েই নোটাম সম্পর্কে অবগত ছিলেন, তবে তারা উড্ডয়নের সময়সূচি পুনর্বিবেচনা না করেই ফ্লাইট পরিচালনা করেন। এতে করে ফ্লাইটটি ঢাকায় নির্ধারিত সময়ে পৌঁছে রানওয়ে বন্ধ থাকায় অবতরণ করতে পারেনি।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে একই ধরনের একটি ঘটনায় বিমানের পুরো ক্রু ও ফ্লাইট ডিসপ্যাচারকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল ।
এই ঘটনা বিমান পরিচালনায় নিরাপত্তা ও নির্দেশনা মেনে চলার গুরুত্ব পুনরায় স্মরণ করিয়ে দেয়। বিমান চলাচলে নোটাম অনুসরণ নিশ্চিত করা সকল সংশ্লিষ্টের দায়িত্ব।