নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক মো. ইখতিয়ার হোসেন তালুকদার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকির আলম ভূঞাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২ মে) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান।

গ্রেপ্তার ইখতিয়ার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জহুরপুর গ্রামের রইছ উদ্দিনের উদ্দিনের ছেলে এবং জাকির উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জহুরপুর নিজ গ্রাম থেকে ইখতিয়ারকে এবং গত বুধবার (৩০ এপ্রিল) বিকেলে পৌরসভার কমলপুর এলাকা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আরমান আলী জানান, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনে মো. জাকির আলম ভূঞাকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।