আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ও বুধবার রাতে তাদেরকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। আজ শুক্রবার রাজবাড়ী আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে ও রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. ফরিদ আলী মোল্লা, পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত সুবল চন্দ্র সাহার ছেলে ও পাচুরিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া ৪নং ওয়ার্ডের আব্দুস সামাদ শেখের ছেলে ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মো. জিয়াউর রহমান, গফুর মাতুব্বর পাড়ার মৃত দানেশ শেখের ছেলে ও উজানচর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সোনাই মিয়া, উজানচর ইউনিয়নের ছাহের মন্ডল পাড়া ৭নং ওয়ার্ডের আদু শেখের ছেলে ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. সমসের আলী, কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, পাংশা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও যশাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মন্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য ও জঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, বহরপুর উত্তরপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম, নারুয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল মামুন মিঠু।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট রাজবাড়ী সরকারী কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টি.এন.টি এলাকায় জমায়েত হয়। এ সময় চিহিৃত ৪৪ জনসহ শতাধিক অজ্ঞাতনামা আসামী মারাত্মক আগ্নেয়াস্ত্র ও দেশীয় পিস্তল, রিভলবার, বন্দুক, রামদা, হকস্টিক, লোহার পাইপ, এসএস পাইপ, রড নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আক্রমন করে। এলোপাথাড়ি লাঠিপেটা, ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীদের সাধারণ জখমসহ গুরুত্বর আহত করে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজবাড়ী সদর থানার গত ২৬ আগস্ট মামলা দায়ের হয়। ওই মামলায় রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানের নির্দেশে এসআই সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার রাতে উড়াকান্দা বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মো. ফরিদ আলী মোল্লা, বিশ্বনাথ সাহাকে গ্রেপ্তার করেন।

অন্যদিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানার মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে মো. জিয়াউর রহমান, মো. সোনাই মিয়া, মো. সমসের আলীকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গ্রেপ্তার করে।

এছাড়াও গোয়ালন্দ মোড়ে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলার তদন্তে প্রাপ্ত আসামী কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, পাংশা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও যশাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মন্ডল, জঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, আল মামুন মিঠু ও রেজাউল ইসলামকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছে।

জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।