জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

নবীগঞ্জ উপজেলার কান্দিগাওঁ এলাকায় এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা দাপুটে তটস্থ নিরীহ পরিবার। ওই প্রভাবশালী নেতা মুজিবুর রহমান তালুকদার হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি এডভোকেট আবু জাহিরের শ্যালকের শশুর। ফলে আওয়ামী শাসন আমলে এড. আবু জাহিরের প্রভাব কাটিয়ে এলাকায় অসহায় নিরীহ মানুষদের উপর অনেক নির্যাতন, জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছিল। ৫ই আগষ্ট দেশের পট পরিবর্তন হলেও আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান তালুকদারের ক্ষমতার দাপুটের পরিবর্তন হয়নি।

স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাওঁ গ্রামের মৃত আছলম মিয়ার ছেলে মুজিবুর রহমান তালুকদারের মেয়ে বিবাহ দেন বাহুবল উপজেলায় সাবেক এমপি এড. আবু জাহির এর শ্যালকের সাথে। এরপরই আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান তালুকদার এলাকায় নিরীহ লোকদের উপর অন্যায়, অত্যাচার, জুলুম নির্যাতন এবং জায়গা জমি জবর দখল শুরু করেন। কেউ তার ভয়ে প্রতিবাদ করার সাহস পায়নি। প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হতো। ২০১৮ সালে একই গ্রামের কদ্দুছ মিয়া তালুকদারের ছেলে ওয়াহিদ মিয়া তালুকদারের মাদ্রাসায় পড়–য়া মেয়ে’কে জোরপুর্বক ধর্ষন করলে মুজিবুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা নং-২৩১/৮৪ তারিখ ২৫/০৩/২০১৮ইং দায়ের করেন। মামলাটি থানায় এফআইআর গণ্যে রুজু হয়। এতে ক্ষিপ্ত হয়ে উক্ত মুজিবুর রহমান ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছে।

ইতিমধ্যে ওয়াহিদ মিয়া তালুকদারের পিতা কদ্দুছ মিয়াগংদের এসএ মালিকানা প্রায় ৭ একর জমি (বাশঝাড়, গাছ গাছালি লাগানো) জোরপুর্বক দখল করে নেন উক্ত মুজিবুর রহমান। (মৌজা কান্দিগাওঁ ,এসএ দাগ নং-১৩৪৯, ১৩৫০, ১৩৪৭, ১৩৬০, ১৩৬২, ১৩৬৩)। এছাড়া তৎকালীন সময় আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে নারী নির্যাতন মামলা থেকে রক্ষা পান তিনি। ফলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হন ধর্ষিতার পরিবার।

বর্তমানে তাদের জায়গা জমি হাত ছাড়া হয়ে পথে বসতে হয়েছে। মুজিবুর রহমানের অত্যাচারের প্রতিবাদ করলে ওই নিরীহ পরিবারের উপর বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে সহযোগিতার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় ওয়াহিদ মিয়া।