সর্বোচ্চ যত লাখ কর্মী নিতে পারে মালয়েশিয়া

সম্প্রতি কিছু মহল থেকে মালয়েশিয়ায় ১২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার সম্ভাবনার কথা বলে প্রচারণা চালানো হচ্ছে, যা আদতে অতিরঞ্জিত এবং বাস্তবতা থেকে অনেক দূরের একটি কল্পনা বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কূটনৈতিক ও আন্তর্জাতিক শ্রমবাজার বিশ্লেষক সূত্র।

আফিয়া ওভারসিস (আর এল-১০১০) এর স্বত্বাধিকারী আলতাব খান বলেন, "এ ধরনের মিথ্যা নিউজ প্রকাশ করার কারণে বাংলাদেশে অনেক গরীব শ্রমিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এক শ্রেণি দালাল এই নিউজটা দেখিয়ে বিদেশগামী সাধারণ শ্রমিকের নিকট হতে পাসপোর্ট কালেকশন করবেন এবং অবৈধভাবে মেডিকেল করাবেন, অগ্রিম টাকা পয়সা কালেকশন করবেন।

আগামী ১৫ই মে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একটি আলোচনা সভা হবে। সেই আলোচনা সভায় হয়তো সিদ্ধান্ত হতে পারে কোন প্রক্রিয়া এবং কত শ্রমিক মালয়েশিয়াতে প্রয়োজন। তাছাড়া মালয়েশিয়া সরকারের জাতীয় পলিসি বলছে, মোট জনসংখ্যার আনুপাতিক হারে ১৫% লোক বিদেশের শ্রমিক আনতে পারবেন, বর্তমানে মালয়েশিয়া ১৫টি সোর্স কান্ট্রির ২৫ লক্ষ শ্রমিক কর্মরত আছেন। সে অনুযায়ী বর্তমানে মালয়েশিয়া সর্বোচ্চ তিন লক্ষ শ্রমিক আমদানি করতে পারবেন সেটা সকল দেশ থেকে। আমরা আশা করি, বাংলাদেশ হয়তো সর্বোচ্চ ২ লাখ লোক রপ্তানি করতে পারবেন।"