ফটোগ্রাফার ইশতিয়াক আহমেদ রাফিদের ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক প্রয়াণ
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনে দাঁড়িয়ে ট্রেনের ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফটোগ্রাফারের নাম ইশতিয়াক আহমেদ রাফিদ (২২)।
শুক্রবার (২ মে) বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রেল লাইনের এক লেন থেকে অন্য লেন দিয়ে আসা একটি ট্রেনের ভিডিও করছিলেন ইশতিয়াক। তবে পেছন দিক থেকে হঠাৎ করে চলে আসা একটি দ্রুতগতির ট্রেন কাটা পড়ে সেখানেই মারা যান তিনি।
ঘটনার সময় ইশতিয়াকের খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মুস্তাফিজুর রহমান তার সঙ্গে ছিলেন। তিনি জানান, ইশতিয়াক মোবাইল ফোনে টঙ্গী থেকে কমলাপুরগামী একটি ট্রেনের ভিডিও ধারণ করছিলেন। এমন সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেনে তিনি কাটা পড়লে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ভিডিও ধারণ করার সময় উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনে কাটা পড়ে মারা যান ইশতিয়াক আহমেদ রাফিদ। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত ইশতিয়াক রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র ও সৌখিন ফটোগ্রাফার ছিলেন। রাজধানীর খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন।
এদিকে ইশতিয়াক আহমেদের মৃত্যুর পর সামাজিক গণমাধ্যম ফেসবুকে এ নিয়ে সমবেদনা জানিয়েছেন তার ফটোগ্রাফির ভক্তরা। তারা বলছেন, ‘ইশতিয়াক অসাধারণ ছবি ও ভিডিও ধারণ করতেন। সেই কাজ করতে গিয়েই আজ প্রাণ হারালেন ইশতিয়াক’।