দৌলতদিয়ায় ২৮ কেজি ওজনের কাতল, বিক্রি ৫০ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলে জামাল প্রামাণিকের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ, যা ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (৩ মে) সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে।
জামাল প্রামাণিক জানান, ভোরে তিনি সহ কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা মেলেনি। পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। সেখানে জাল তুলতেই বেশ কয়েকটি ঝাঁকিতে বুঝতে পারেন বড় কিছু আটকে আছে। পরে নৌকায় জাল তুলে দেখেন বিশাল একটি কাতল মাছ।
মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসা হলে ওজন দেওয়া হয় ২৮ কেজি। উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান, মাছটি ফেরিঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। কেজি প্রতি ৫০ বা ১০০ টাকা বেশি দাম পেলেই মাছটি বিক্রি করা হবে।
উল্লেখ্য, পদ্মা নদীতে বড় আকৃতির কাতল মাছ ধরা পড়া সাধারণত বিরল ঘটনা। এ ধরনের মাছ স্থানীয় বাজারে যেমন চাহিদা সৃষ্টি করে, তেমনি দেশের বিভিন্ন স্থানেও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।