এবার বোরো ফসলের উৎপাদন বেশ ভালো হয়েছে -খাদ্য উপদেষ্টা
খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমাদের দেশে মধ্যবিত্ত ও নিন্মমধ্য বিত্ত সবাই এখন এক বেলা রুটি খায়। কিন্তু আগে দেশের বেশীর ভাগ মানুষ তিন বেলা ভাত খেতো। যে কারণে দেশের গমের চাহিদা বেড়েছে।
উপদেষ্টা বলেন, এবার বোরো ফসলের উৎপাদন বেশ ভালো হয়েছে। যে কারণে বাজারে চালের দাম কমতে শুরু করেছে। তিনি বলেন, চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষক যদি ন্যায্যমুল্য না পায় তবে আগামীতে ফসল উৎপদনে আগ্রহ হারাবে। চালের দাম কমলে বাজারে গমের দামও কমে আসবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় নির্মাণাধীন সাইলো গোডাউনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও বন্দর সাইলোর ইনচার্জ মোহাম্মদ রাহিমসহ অনেকে।
উপদেষ্টার আলী ইমাম মজুমদার বলেছেন, বাংলাদেশে বর্তমানে গমের চাহিদা বছরে ৭০ লাখ টন। কিন্তু আমাদের দেশে অভ্যন্তীণ উৎপাদন হচ্ছে ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন গম বিদেশ থেকে আমদানী করে নিয়ে আসতে হয়। সরকারের পাশাপশি বেসরকারি আমদানী করাই বেশী গম আমাদানী করে দেশে চাহিদা পুরণ করছে। আমদানীকৃত গম থেকেই ওএমএস, রেশন, পুলিশ, আর্মি, আনসার ও জেলখানাসহ বিভিন্ন জায়গায় সরকার সরবরাহ করে আসছে।
উপদেষ্টা বলেন, বন্দরের সাইলোগুদামের নির্মাণ কাজ শেষের পথে। আমরা সহাসাই মালামাল রাখতে পারবো এই গুদামে। বন্দরে গমের গুদাম আছে। সিএসডি চালের গুদাম আছে। মজুদ করার জন্য ভালো জয়গা। এই গুদাম থেকে সড়ক ও নদী পথে পন্য সরবরাহ করার ব্যবস্থা আছে। চাইলে রেলপথেও পণ্য সরবরাহ করা যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, টিসিবি আমাদের মন্ত্রণালয়ের না। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। টিসিবি আমাদের কাছ থেকে চাল সংগ্রহ করে। তিনি বলেন, টিসিবি কার্ড বিতরণে দুর্নীতির কারণে অনেক কার্ড বাতিল করা হয়েছে। নতুন করে স্মাট কার্ড প্রদান করা হয়েছে। মজুদ যদি বাড়ে টিসিবি কার্ড বাড়ানো হবে। এবার বোরো ফলন ভালো হয়েছে। অন্য ফনসলগুলো যদি ভালো হয় খাদ্য বান্ধব কর্মসুচী ওএমএস, টিসিবি সামাজিক নিরাপত্তা খাত আরো বাড়ানো যাবে। মোটা চাল চিকন করার বিষয়য়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি আমরা তদন্ত করাচ্ছি। বড় আধুনিক যে মিলগুলো এমন হচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। তদন্তে যদি প্রমান পাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।