হাসপাতালে হামলা-ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিক। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে এ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এ ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩ মে) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনাটি ঘটে।

 

অভিযুক্ত সোহেল আহমেদ মানিক জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।