ছবি: সংগৃহীত

এপ্রিল মাসে ৬১০টি দুর্ঘটনায় নিহত ৬২৮, আহত ১২০৭: যাত্রী কল্যাণ সমিতি

ঢাকা, ৬ মে ২০২৫:
গত এপ্রিল মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৬১০টি দুর্ঘটনায় ৬২৮ জন নিহত এবং ১২০৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়।

সংগঠনের তথ্য অনুযায়ী, শুধুমাত্র সড়কপথে ৫৬৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৮৩ জন এবং আহত হয়েছেন ১২০২ জন। রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৫ জন আহত হন। নৌপথে ঘটে ৮টি দুর্ঘটনা, যাতে ১০ জন নিহত এবং ১ জন নিখোঁজ রয়েছেন।

মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাও ছিল উল্লেখযোগ্য—২১৫টি দুর্ঘটনায় ২২৯ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়:

  • সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে—১৩৮টি দুর্ঘটনায় ১৩৬ জন নিহত, আহত ৩৭৭।

  • সর্বনিম্ন সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে—২৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত, আহত ৫১ জন।

দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত হয়েছে:

  • বেপরোয়া মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার চলাচল

  • মহাসড়কে পর্যাপ্ত রোড সাইন, রোড মার্কিং ও আলোবিহীন পরিবেশ

  • নির্মাণ ও যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন ভাঙার প্রবণতা

  • ফিটনেসবিহীন ও অতিরিক্ত যাত্রীবাহী যান

  • অদক্ষ চালক এবং দীর্ঘ সময় একনাগাড়ে গাড়ি চালানো

প্রতিরোধে সংগঠনের সুপারিশ:

  • মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি ও নিবন্ধন সাময়িক বন্ধ

  • রাতের জন্য মহাসড়কে আলোকসজ্জা নিশ্চিতকরণ

  • দক্ষ চালক তৈরির কার্যক্রম জোরদার

  • যানবাহনের ডিজিটাল ফিটনেস পদ্ধতি চালু

  • ধীর ও দ্রুতগতির যানবাহনের জন্য পৃথক লেন

  • সড়কে চাঁদাবাজি রোধ এবং চালকদের ন্যায্য বেতন ও সময় নির্ধারণ

  • পথচারী পারাপারের ব্যবস্থা, রোড সাইন স্থাপন এবং রোড সেইফটি অডিট চালু

  • মেয়াদোত্তীর্ণ যানবাহন স্ক্র্যাপ করার উদ্যোগ

  • বিআরটিএ’র সক্ষমতা বাড়িয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা

সংগঠনটি বলেছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে এসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা জরুরি।