ছবি: সংগৃহীত

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আইন সংশোধনের অনুমোদন, দ্রুত কাজ শুরুর পথ সুগম

ঢাকা, ৬ মে ২০২৫:
জাতীয় সংসদের আসনসীমা পুনর্নির্ধারণসংক্রান্ত আইন সংশোধনের অনুমোদন দিয়েছে বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সংশোধনী অনুমোদিত হয়।

বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, "বিগত সরকারের আমলে সীমানা নির্ধারণ ইচ্ছেমতো করা হতো, যেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ ছিল। বর্তমানে প্রচলিত আইনে ব্যাখ্যাগত একটি অস্পষ্টতার কারণে নির্বাচন কমিশন কার্যক্রম শুরু করতে পারছিল না। এই সমস্যার সমাধানে নির্বাচন কমিশনের প্রস্তাবক্রমে সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, সংশোধিত আইনটি গেজেট নোটিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করতে পারবে।

এর আগে, আইনের ৪, ৬ ও ৮ ধারায় অস্পষ্টতা এবং সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশন মন্ত্রিপরিষদ বিভাগে সংশোধনের প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবের আলোকে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে খসড়া আইন পর্যালোচনা করা হয়।

সিপিসি সংশোধনেও চূড়ান্ত অনুমোদন

একই বৈঠকে দীর্ঘসূত্রিতার অভিযোগে ভোগা সিভিল মামলা নিষ্পত্তির জন্য কোড অব সিভিল প্রসিডিওর (সিপিসি) সংশোধনীও চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আসিফ নজরুল বলেন, “আগে শুনানি বারবার মুলতবি করা যেত, এখন আর তা করা যাবে না। লিখিত স্টেটমেন্টই চূড়ান্ত বিবেচিত হবে এবং তা মৌখিকভাবে উপস্থাপন করার প্রয়োজন নেই।”

এছাড়া মামলার রায় কার্যকরে আর আলাদাভাবে নতুন মামলা করতে হবে না। এই পরিবর্তনগুলো দ্রুত ও কার্যকর বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।