সাবেক মন্ত্রীর শ্বশুরবাড়িতে রাতের আঁধারে হামলা, ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে সংঘবদ্ধ হামলা, লুটপাট ও ভাঙচুর

আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়ি কুমিল্লার চান্দিনায় সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৫ মে) দিবাগত রাত ১২টার পর চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা মুন্সি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

হামলার সময় মন্ত্রীর স্ত্রী হনুফা আক্তারের ভাই আলাউদ্দিন মুন্সি ও নাছির উদ্দিন মুন্সির বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, এলডিপি-সমর্থিত ৭০-৮০ জনের একটি দল এ হামলা চালিয়েছে।

ঘটনার পর পুলিশি সহায়তার জন্য জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মীরাখোলা গ্রামের রনি (১৮), রহিম (৪০), মোখলেছুর রহমান (৬৫) ও আব্দুল করিম (৪০) নামে চারজনকে আটক করে।

আলাউদ্দিন মুন্সি বলেন, “এক বছর আগে আমাদের খামারের এক শ্রমিক কামালকে বিদায় দেওয়া হয়। সম্প্রতি সে ৫ লাখ টাকা পাওনার দাবি করে। সন্ধ্যায় আলোচনা চললেও রাত ১২টার পর হঠাৎ অতর্কিতে হামলা চালায়। আমরা প্রাণ বাঁচাতে পালিয়ে যাই।”

তার স্ত্রী পারভীন বেগম অভিযোগ করে বলেন, “চারটি আলমারি ভেঙে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। ভাঙচুর করা হয় টেলিভিশন, এসি, ফ্রিজ, সিসিটিভি ক্যামেরা ও আসবাবপত্র। শিশুরা ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে, দুইজন অজ্ঞান হয়ে যায়।”

অভিযুক্ত কামাল পাল্টা অভিযোগে বলেন, “আলাউদ্দিন ও নাছির উদ্দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকাবাসীর ওপর নির্যাতন চালাতেন। সরকারি রাস্তা পর্যন্ত বন্ধ করে দেন। জনঅসন্তোষ থেকেই এই ঘটনার সূত্রপাত।”

এদিকে চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি একেএম সামছুল হক মাস্টার বলেছেন, “এ ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়। অভিযোগ মিথ্যা। প্রমাণ পাওয়া গেলে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেব।”

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, “তাৎক্ষণিক অভিযানে চারজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৫ এপ্রিল সাবেক মন্ত্রী মুজিবুল হকের নিজ এলাকা চৌদ্দগ্রামের বসুয়ারা বাড়িতেও একই ধরনের হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ২০১৪ সালের ৩১ অক্টোবর মীরাখোলা গ্রামেই হনুফা আক্তারকে বিয়ে করেছিলেন মুজিবুল হক। চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে আত্মগোপনে আছেন।