৬৯০ টাকার এলপি গ্যাস ১৩৫০ টাকায় কেন? দুর্নীতির খোঁজে বিপিসিতে দুদক
সরকারি এলপি গ্যাস বিক্রিতে অনিয়মের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মাত্র ৬৯০ টাকার সরকারি এলপি গ্যাস কীভাবে বাজার থেকে উধাও কিংবা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে তার কারণ জানতেই ওই অভিযান। মঙ্গলবার (৬ মে) দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ, তানজির আহমেদ ও আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল বিপিসি কার্যালয়ে অভিযান পরিচালনা করছে।
জানা যায়, মাত্র ৬৯০ টাকার সরকারি গ্যাস কেন সাধারণ মানুষ পাচ্ছে না। গত ৪১ বছর ধরে বিপিসি বছরে গড়ে ১২ লাখ গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে। সেটা পাচ্ছে না সাধারণ মানুষ। অথচ ১৩০০ থেকে ১৩৫০ টাকা বিক্রি হয় সেই গ্যাস। প্রতিবছর লুটপাট হচ্ছে ৭০ থেকে ৮০ কোটি টাকা। ডিলার থেকে শুরু সরকারি কর্মকর্তা পর্যন্ত গ্যাস লুটপাট হচ্ছে বলে অভিযোগ রয়েছে।