আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা"
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় অগ্রগতিতে সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
বাংলাদেশের নাগরিকদের জন্য পুনরায় ভিসা প্রক্রিয়া চালু এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে, তিনি আমিরাতের বিভিন্ন খাতে বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান।
বুধবার (৬ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমিরাতের উচ্চশিক্ষা মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশিদের জন্য ভিসার দরজা উন্মুক্ত করার উদ্যোগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জানাই। যদিও কিছু পদক্ষেপ এখনও বাকি আছে, তবে আমরা যৌথভাবে তা অতিক্রম করতে পারব বলে বিশ্বাস করি।”
এ সময় শেখ নাহায়ান বলেন, “বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সংহতির বার্তা নিয়ে আমরা এসেছি। দু’দেশের মধ্যে চলমান ঘনিষ্ঠ সংলাপ আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ভিসা থেকে শুরু করে বিনিয়োগসহ সব ক্ষেত্রেই আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী।”
এর আগে, দুপুর ২টা ৪৫ মিনিটে আমিরাত প্রতিনিধি দল ঢাকায় পৌঁছে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। প্রতিনিধি দলে আরও ছিলেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েঘ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহমান আল হাওয়ি।
সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি বাংলাদেশ ত্যাগ করে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। বিশেষ করে বাণিজ্যিক প্রতিনিধিদল এবং দক্ষ কর্মীদের জন্য দ্রুত ও অনলাইনভিত্তিক ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।