ভারত হাসিনা সরকারকে সমর্থন দিয়ে বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করেছে: নাহিদ ইসলাম

সংগৃহীত

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য উইক এবং বাংলাদেশি গণমাধ্যম চ্যানেল ২৪-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক ও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে আলোচনা করেছেন।

দ্য উইক-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "ভারত পরিষ্কারভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন শাসনকে সমর্থন জানিয়েছে এবং একাধিকবার বাংলাদেশের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, "ভারত মূলত আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রকে উপেক্ষা করেছে। তবে এখন তাদের বাংলাদেশ নীতি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।"