ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তে যৌথ জরিপকে কেন্দ্র করে উত্তেজনা, বিএসএফ পিছু হটেছে

সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসিয়া হাওর সীমান্তে যৌথ জরিপকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে ১২৭৮-৭৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী দুই দেশের জরিপ দল সীমান্ত চিহ্নিতকরণে মাঠে নামে। উপস্থিত ছিলেন জরিপ বিভাগ, সিলেট ও ঢাকার ম্যাজিস্ট্রেট, সার্ভেয়ার ও বিজিবি সদস্যরা। তবে জরিপ চলাকালে বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উত্তপ্ত বাক্য বিনিময়

ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, উত্তেজিত স্থানীয়রা বিএসএফ সদস্যদের বন্দুক তাক করার প্রতিবাদ জানাচ্ছেন। একজন বাংলাদেশি নাগরিক বলেন, “আপনাদের গায়ে হাত তোলা হয়নি কিন্তু আপনারা বন্দুক কেন তাক করলেন?” পাশেই আরেকজন বলতে শোনা যায়, “এদিকে (বাংলাদেশে) এখন হাসিনা-বাসিনা নেই।”

জরিপ দল ফিরে যায়

বিএসএফ ও জনতার মুখোমুখি অবস্থানে বিজিবি হস্তক্ষেপ করে উত্তেজিত জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নেয়। জনতা ও বিজিবির বাধার মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং জরিপ কার্যক্রম বন্ধ রেখে পুরো দল ফিরে আসে।

প্রশাসনের বক্তব্য

গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, “এ ধরনের একটি ঘটনার সংবাদ পেয়েছি, তবে এই জরিপের বিষয়ে আমাদের আগে জানানো হয়নি।”

৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, “বিএসএফের আপত্তি সত্ত্বেও যৌথ জরিপে অংশ নিতে গেলে স্থানীয় জনতা ভিড় করে এবং উত্তেজিত হয়ে পড়ে। বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”