আবদুল হামিদের দেশত্যাগের নেপথ্যে কারা? গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের চরমপত্র

৩ দিনের মধ্যে আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিবাদের সহযাত্রী ও গণহত্যার কুশীলবদের দেশত্যাগে সহায়তাকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আল্টিমেটাম দিয়েছে ছাত্র সংগঠন ইনকিলাব মঞ্চ। আগামী তিন দিনের মধ্যে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগে কারা সহযোগিতা করেছেন, তা প্রকাশ করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতারা।

সংগঠনের মুখপাত্র শরিফ উসমান হাদি অভিযোগ করে বলেন, “সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বিমানবন্দর থেকে ছাড়তে বলা হয় ফ্যাসিবাদের বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অফিস থেকে। সরকারকে প্রকাশ্যে জানাতে হবে— কে বা কারা সেই নির্দেশ দিয়েছে। তা না হলে এটি হবে গণতন্ত্র ও শহীদদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।”

তিনি বলেন, “গণহত্যার কুশীলবদের দেশত্যাগে ধারাবাহিক সহযোগিতা করা হচ্ছে, যা এক গভীর ষড়যন্ত্রের অংশ। এর দায় বর্তমান সরকারের উপর বর্তায়। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, গণহত্যার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ এবং সকল কুশীলবের শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি উপেক্ষিত হলে অন্তর্বর্তী সরকারকেও বিদায় নিতে হবে।