ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: ইমিগ্রেশন ও পুলিশের তিন কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত সরকারে রাষ্ট্রপতি থাকা মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দফতর।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে দায়িত্ব পালনরত পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মামলার পরও দেশত্যাগ

প্রসঙ্গত, গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে যান সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার আগে রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে উপস্থিত হন। যথাযথ ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তিনি দেশত্যাগ করেন।

তবে, পুলিশ সূত্র জানিয়েছে, আবদুল হামিদের বিরুদ্ধে হামলা ও সহিংসতায় উসকানির অভিযোগে একটি মামলা রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের হয়।

প্রশ্নের মুখে ইমিগ্রেশন ও গোয়েন্দা তৎপরতা

এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়ের করা মামলায় অভিযুক্ত একজন উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিকে কীভাবে দেশত্যাগের সুযোগ দেওয়া হলো—তা নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা নিয়েও আলোচনা শুরু হয়েছে।