ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুল্যান্সকে ধাক্কা: নিহত ৫, ঘাতক বাসের হেলপার ও সুপারভাইজার আটক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুল্যান্সকে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের হেলপার ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টার দিকে ঢাকায় মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী।

আটক দুইজন হলেন—ফরিদপুর জেলার কানাইলালের ছেলে কল্যাণ বিশ্বাস (বাস সুপারভাইজার) এবং ঢাকার যাত্রাবাড়ীর আবু বকর সিদ্দিকের ছেলে সাইফুল ইসলাম (হেলপার)।

ওসি জানান, দুর্ঘটনার পর থেকে ঘাতক বাসের চালক ও সংশ্লিষ্টদের আটকে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ঢামেক এলাকা থেকে হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়।

তবে ঘাতক বাসের চালক এখনো পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি কাদের জিলানী।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গোল্ডেন লাইন পরিবহনের বাসটি জব্দ করে হাঁসারা হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখানের এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুল্যান্সকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির বাসটি। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান।