মাহফুজ ও আসিফের অন্তর্বর্তী সরকার থেকে সরে যাওয়া উচিত: এনসিপি নেত্রী তাসনুভা জাবীন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবীন বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সরে যাওয়া উচিত।

বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তাসনুভা লেখেন, “এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাসনুভা হয়ে বলছি—মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত। তারা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থী নেই। আপনাদের আর মানায় না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করুন। জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকুন।”

তিনি আরও বলেন, “আমি এতটাই মর্মাহত, তাহলে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কেমন বোধ করছেন? যাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে পালিয়ে যাচ্ছে। আমার মনে হয়, আমাদের আবার রাজপথে এক হতে হবে—আওয়ামী লীগ প্রশ্নে। কারণ, জুলাই এখনো শেষ হয়নি, জুলাই চলছেই।”

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সুশীল সমাজের একাংশ নতুন সরকারের নীতি ও সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। এই প্রেক্ষাপটে তাসনুভার এ মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে।