জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ থেকে স্নিগ্ধের পদত্যাগ
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
জানা গেছে, স্নিগ্ধ এখন থেকে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তার স্থলাভিষিক্ত হয়ে নতুন সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।
প্রসঙ্গত, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বড় ভাই। ২০২৫সালের ১২ সেপ্টেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। তখন স্নিগ্ধকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব গ্রহণ করেন।