সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর অবরুদ্ধ

সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে ক্ষুব্ধ ছাত্র ও সাধারণ জনগণ দিনাজপুরের বিরল থেকে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর সড়কে অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ প্রদর্শন করেন।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় বিমানবন্দরে জাহাঙ্গীর আলমকে আটকিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, কীভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করলেন। প্রায় এক ঘণ্টা তোপের মুখে দাঁড়িয়ে থাকতে হয় উপদেষ্টাকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, আব্দুল হামিদের দেশ ত্যাগে তিনিও মর্মাহত এবং এটি তার অজান্তে ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যেই অব্যাহতি দেওয়া হয়েছে এবং একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে আব্দুল হামিদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, অপরাধী যে-ই হোক, কেউ রেহাই পাবে না।

তিনি সৈয়দপুরের আওয়ামী লীগ নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন এবং সতর্ক করে বলেন, তা না হলে স্থানীয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে থাকতে দেওয়া হবে না।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগে জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে এবং ইতোমধ্যে তাদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।