যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ নয়, আ'লীগকে নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নয়। বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দাবি জানান।

নাহিদ তার পোস্টে উল্লেখ করেন, "যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া যাবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। এছাড়া আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান সংযোজন করতে হবে।"