নারায়ণগঞ্জে আইভীর বাড়িতে পুলিশের অভিযান, এলাকাবাসীর প্রতিবাদ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে বৃহস্পতিবার (৮ মে) রাতে পুলিশ অভিযান চালায়। নগরীর দেওভোগ এলাকায় তার পারিবারিক বাসভবন 'চুনকা কুটির'-এ পুলিশের উপস্থিতির খবর পাওয়ার পর শতাধিক নারী-পুরুষ স্থানীয়রা সেখানে জড়ো হন। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ সদস্যরা বাড়ির সামনে অবস্থান নেন। কিছু সময় পর, পুলিশের একটি দল বাড়ির ভিতরে প্রবেশ করে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসীরা ‘নির্দোষ আইভীকে নিয়ে যেতে দেব না’ ও ‘আইভী আপা আমাদের গর্ব’—এমন স্লোগান দিতে থাকেন। মধ্যরাতে, নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় বিরল জনসমাগম সৃষ্টি হয়। রাত সাড়ে ১২টার পরে পুলিশ বাহিনীর বাইরের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন, তবে বাড়ির ভেতরে ঢোকা পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছিলেন, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।