এইভাবে আমাকে গ্রেপ্তার করতে হলো কেন?
টানা ৬ঘন্টার অভিযান শেষ করে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করলেন সাবেক মেয়র ডাঃসেলিনা হায়াত আইভীকে।
শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এ সময়ে সেখানে উপস্থিত হোন তাঁর বিপুলসংখ্যক সমর্থক এবং তারা সেখানেই অবস্থান করে। গাড়িবহর নিয়ে পুলিশও ছিল সতর্ক অবস্থানে।পুলিশ গ্রেপ্তার করতে আসলে তখন সেলিনা হায়াৎ আইভী বলেন:আমি তো বাড়িতেই ছিলাম,আমি তো পালাইনি। তাহলে এইভাবে আমাকে গ্রেপ্তার করতে হলো কেন?’ আরও বলেন:আমি কি জুলুমবাজ?আমি কি হত্যা করেছি?আমি কি চাঁদাবাজি করেছি?আমার এমন কোনো রেকর্ড আছে?নারায়ণগঞ্জ শহরে কোনো বিরোধী দলকে আঘাত করেছি?তাহলে কিসের জন্য কী কারণে? কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে আমাকে গ্রেপ্তার করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তাঁর নতুন বাড়িতে অভিযান চালায় নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ। এ খবর পেয়ে আইভীর সমর্থকেরা বাড়ির সামনে অবস্থান নেন এবং দুটি সড়কের ১০-১৫টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাঁকে গ্রেপ্তার করতে এলে সে সময় তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হয়নি। তিনি বলেন, দিনের আলো ফুটলে যাবে। গ্রেপ্তার প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করেছেন। তাঁকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে বলে জানান।
তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কাঁদলেন দেওভোগ এলাকার নারী,পুরুষগন।এলাকাবাসী জানান,তিনি খুব মানুষ ছিলেন,সবসময় মানুষের পাশে দাঁড়াতেন,কখনো অন্যায় কিছু করে নাই,এলাকাবাসী আরো জানায় মেয়ের হিসেবে তাকে আবারও ফিরে পেতে চায়।