কাওয়াকোলা ও মেছড়া ইউনিয়নে সুফলভোগীদের ৩২৮ টি পরিবারের মাঝে মুরগী বিতরণ
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমম্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়- সদর উপজেলার কাওয়াকোলা ও মেছড়া ইউনিয়নের সুফলভোগীদের ৩২৮টি পরিবারের মাঝে মুরগী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারে ১৩ টি করে মুরগী এবং ২ টি করে মোরগ পালন করার জন্য সুফলভোগীদের দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ এর আয়োজনে, চরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমম্বিত প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর বাস্তবায়নে,
বৃহস্পতিবার (৮ মে-২০২৫খ্রিঃ) সকাল সাড়ে ১০ টায় উক্ত মুরগী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা প্রমুখ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ। এসময়ে অনুষ্ঠানে সদর প্রাণিসম্পদ দপ্তরের লাইভ স্টক ফিল্ড এসিস্ট্যান্ট মোঃ সাকিল হোসেন সহ অন্যরা এবং সুফলভোগী নারী- পুরুষেরা উপস্থিত ছিলেন।