"মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত"
মাভাবিপ্রবিতে জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ মে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। মাভাবিপ্রবির ৭টি কেন্দ্রজুড়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৭,৩০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সারাদেশে এই ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৪২,৭১৪ জন।
পরীক্ষা চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটি ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন,
“২১টি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটেই (সি, বি, এ) শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
তিনি ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।