আ. লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে সর্বস্তরের মানুষের অবরোধ, বন্ধ যান চলাচল

শাহবাগ মোড় অবরোধ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে অবরোধ করেছেন এনসিপি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন ও অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ। তাদের প্রধান দাবি, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

অবরোধের কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সাধারণ পথচারী ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই মোড় ছাড়ব না। এখান থেকেই আমাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে।"

তিনি আরও বলেন, আওয়ামী লীগের হাতে গণহত্যা হয়েছে, এখন সময় এসেছে তাদের রাজনীতি নিষিদ্ধ করার।

এ রিপোর্ট লেখার সময়ও বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

➡️ বিস্তারিত আসছে...