হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শাহবাগ অবরোধের ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি
📰 শাহবাগে এনসিপির অবরোধ: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত রাজপথ
ঢাকা, ৯ মে:
গণহত্যার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন সড়কে এক গণসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সমাবেশ থেকে বক্তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। অবরোধ কর্মসূচির মাধ্যমে শুরু হবে এনসিপির ‘দ্বিতীয় অভ্যুত্থান পর্ব’।
হাসনাত আবদুল্লাহ বলেন,
“আন্তর্বর্তী সরকারের কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা শাহবাগ অবরোধ করছি। দলটি (আওয়ামী লীগ) নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।”
তিনি আরও দাবি করেন,
“গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। এই অধ্যায় আর খোলার চেষ্টা করবেন না। বাংলাদেশ চলবে না বিদেশি প্রেসক্রিপশনে। আওয়ামী লীগ ভাইরাসের সাথে আর বসবাস নয়।”
এসময় নেতাকর্মীরা ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’ স্লোগান ধারণ করে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন,
“এই অবরোধের সময়কাল একদিনও হতে পারে, আবার একমাসও। আমরা প্রস্তুত দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্য।”
এদিকে পুলিশের পক্ষ থেকে শাহবাগ ও পার্শ্ববর্তী এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সন্ধ্যা নাগাদ বড় ধরনের সংঘর্ষ বা সহিংসতার খবর পাওয়া যায়নি।