গোটা পাক-ভারত উপমহাদেশে হিন্দুত্ববাদ এলাকার মধ্যে সর্বপ্রথম এই সোনারগাঁ থেকে আল্লাহর পয়গাম্বরের (সা.) হাদিসের শিক্ষা শুরু হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, বাংলাদেশ যদি গোটা আরব কিংবা মুসলিম বিশ্বের কাছে পরিচিত হওয়ার একটা কারণ থাকে- সে কারণ হলো এই সোনারগাঁ। গোটা পাক-ভারত উপমহাদেশে হিন্দুত্ববাদ এলাকার মধ্যে সর্বপ্রথম এই সোনারগাঁ থেকে আল্লাহর পয়গাম্বরের (সা.) হাদিসের শিক্ষা শুরু হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় হাজী মোহাম্মদ (র.) এতিমখানা ও মাদ্রাসা এবং মসজিদ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা যতদিন বেঁচে থাকব সত্যের পথে থাকব, জুলুমের বিরুদ্ধে থাকব, সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকব, যতটুকু পারি ততটুকু করব, না পারলে আমাদের সমর্থন থাকবে৷
অনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ও অত্র মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা হাজি আশরাফ উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম শাইখুল হাদিস মহিবুল ইসলাম বাক্বী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি ওবায়দুল কাদের নদবী, ইমাম-ওলামা ঐক্য পরিষদের মহাসচিব সোনারগাঁ থানা শাখা মুফতি মো. সাইদুর রহমান, হাফেজ মাওলানা সোহরাব হোসাইন প্রমুখ৷
পরে মাদ্রাসা ও মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।