সংস্কার ইস্যুতে আলোচনা, শনিবার ইউপিডিএফ ও গণফোরামের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক
ইউপিডিএফ ও গণফোরামের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন
ঢাকা, ৯ মে:
রাজনৈতিক সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের অংশ হিসেবে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং গণফোরামের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।
শুক্রবার (৯ মে) দুপুরে কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনিবার (১০ মে) জাতীয় সংসদের এলডি হলে এই দুটি রাজনৈতিক দলের সঙ্গে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় ইউপিডিএফ এবং বিকেল ৩টায় গণফোরাম প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নেবে কমিশন।
জাতীয় ঐকমত্য কমিশন জানায়, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ এবং জনপ্রশাসন—এই পাঁচটি খাতে গঠিত সংস্কার কমিশনগুলোর ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
এর আগে কমিশন প্রথম দফায় কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক বৈঠক সম্পন্ন করেছে। এসব আলোচনার মূল লক্ষ্য হলো, অন্তর্বর্তী সরকারের পরিকল্পিত সংস্কার কার্যক্রমের ওপর রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা।
গত ১৫ ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এর আগে গত বছরের অক্টোবর মাসে, অন্তর্বর্তী সরকার ছয়টি খাতে সংস্কার কমিশন গঠন করে।