জনগণের দেশ, ব্যক্তি বা দলের নয়: তারেক রহমানের জোরালো বার্তা
“বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয়, এই দেশ জনগণের” — তারেক রহমান
ঢাকা, ৯ মে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয়, এই দেশ জনগণের।” তিনি দেশব্যাপী সব ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধভাবে দেশের পুনর্গঠন করার আহ্বান জানান।
শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে আয়োজিত ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় সদ্য নির্বাচিত পোপকে আন্তরিকভাবে স্বাগত জানান তিনি।
তারেক রহমান বলেন, “যে প্রত্যাশা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, সেই চিত্র আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখিনি। তারা সংবিধানকে দলীয়ভাবে ব্যবহার করেছে। সংবিধান সংস্কার এখন সময়ের দাবি।”
❖ পলাতক নেতাদের নিয়ে প্রশ্ন
তিনি আরও বলেন, “পাঁচ আগস্ট যেভাবে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, ঠিক একইভাবে পলাতক হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই প্রেক্ষাপটে জনমনে প্রশ্ন উঠছে—সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার একদিকে স্বৈরাচারীদের দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে, অন্যদিকে গণতন্ত্রপন্থী দলগুলোর মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে।”
তারেক রহমান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট সরকারের দোসরদের পুনর্বাসনের চেষ্টায় লিপ্ত। তবে তিনি বলেন, “এদেশ কারও একার নয়। এটা জনগণের দেশ।”
❖ ঐক্যের ডাক
তিনি ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিস্টদের দেশত্যাগের পর এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ষড়যন্ত্র করতে না পারে।”