কচুয়ায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য
কচুয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
চাঁদপুর, ৯ মে:
চাঁদপুরের কচুয়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় চালানো বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চাঁদপুর মডেল থানা ও কচুয়া থানার পৃথক দুটি মামলায় এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
কাদের গ্রেফতার করা হয়েছে?
কচুয়া থানার মামলা অনুযায়ী গ্রেফতাররা হলেন:
-
নবীর হোসেন (বুধুন্ডা, বিতারা ইউনিয়ন)
-
সাব্বির মিয়াজী (কড়ইয়া, পৌরসভা)
-
মোবারক হোসেন (পাথৈর ইউনিয়ন)
তাদের বিরুদ্ধে কচুয়ার রহিমানগরে অনুষ্ঠিত বিএনপির জনসভায় বাধা প্রদান ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।
চাঁদপুর মডেল থানার মামলায় গ্রেফতাররা হলেন:
-
ডা. রণজিত সরকার (বজুরীখোলা)
-
ইউসুফ (সাচার)
-
মজিবুর রহমান (ইউপি সদস্য, উজানী)
-
ফয়েজ উল্লাহ
-
আবুল কালাম আজাদ (আশ্রাফপুর)
-
নুরুল ইসলাম (কড়ইয়া ইউনিয়ন)
আদালতে প্রেরণ
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, অভিযানে গ্রেফতার হওয়া সকলকে শুক্রবার (৯ মে) চাঁদপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।