ভারতে বন্ধ হলো বাংলাদেশের ৪টি জনপ্রিয় ইউটিউব চ্যানেল
ভারতে ইউটিউবে বাংলাদেশি চার টিভি চ্যানেল নিষিদ্ধ: জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক:
ভারতের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশি চারটি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। চ্যানেল চারটি হলো—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভি। ইউটিউব কর্তৃপক্ষ জানায়, ভারত সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
শুক্রবার (৯ মে) যমুনা টিভি ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে একটি আনুষ্ঠানিক বার্তা পায়, যেখানে উল্লেখ করা হয়—ভারত সরকারের অনুরোধের ভিত্তিতে তাদের অতীত ও ভবিষ্যতের সব কনটেন্ট ভারতে দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এসব চ্যানেলে আপলোড হওয়া যেকোনো ভিডিও ভারতীয় দর্শকেরা দেখতে পারবেন না।
তথ্য প্রযুক্তির প্রভাব নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ডিজিটালি রাইট-এর অধীন তথ্য যাচাই উদ্যোগ ডিসমিসল্যাব নিশ্চিত করে যে, ভারতীয় ভৌগোলিক সীমারেখা থেকে চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে "এই কনটেন্টটি বর্তমানে আপনার দেশে প্রবেশযোগ্য নয়"—এমন বার্তা দেখা যাচ্ছে। এতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় কনটেন্টটি ব্লক করা হয়েছে।
ডিসমিসল্যাব বিষয়টি নিশ্চিত করতে ভিপিএনের (VPN) মাধ্যমে ভারতের আইপি ঠিকানা ব্যবহার করে ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের ৩৮টি সংবাদমাধ্যম চ্যানেল যাচাই করে। এতে দেখা যায়, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভিতে প্রবেশ করা সম্ভব হয়নি।
এছাড়া, নয়াদিল্লি ও কলকাতাভিত্তিক সাংবাদিকরাও বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করে ব্লকিং নিশ্চিত করেন এবং প্রমাণস্বরূপ স্ক্রিন রেকর্ড শেয়ার করেন।
ইউটিউব ভারতের "ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিকস কোড রুলস ২০২১" অনুসরণ করে। এই আইনের আওতায় ভারতের সরকার জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার হুমকি মনে করলে যে কোনো কনটেন্ট বা চ্যানেল ব্লক করার ক্ষমতা রাখে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তপ্ত হয়ে ওঠে। এর জের ধরে ৬ মে ভারত “অপারেশন সিন্দুর” নামে সামরিক অভিযান চালায়, যার পাল্টা প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান। এই উত্তেজনার মধ্যে ভারতীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কনটেন্ট নিয়ন্ত্রণে সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
ডিসমিসল্যাব তাদের প্রতিবেদনে আরও জানায়, ভারতের সরকার দেশটির স্বনামধন্য স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। দ্য ওয়্যার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, এটি ভারতের সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন।
এছাড়া, এক্স (সাবেক টুইটার) জানায়, ভারত সরকার ইতোমধ্যেই ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে রয়েছে স্বাধীন সংবাদমাধ্যমের প্রোফাইলসহ বিভিন্ন পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।