‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’

গানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে স্লোগানে স্লোগানে আহ্বান জানাচ্ছে শাহবাগ মোড় অবরোধ করা ছাত্র-জনতা।

বিশেষ করে শিবির নেতা-কর্মীদের উপস্থিতি সব চেয়ে বেশি। তারাই মূলত মুখরিত করে রেখেছে পুরো এলাকা। এদিকে রাত যত বাড়ছে ততই স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগ।

আজ শুক্রবার (৯ মে) বিকেলে তারা সেখানে অবস্থান নেন।

 

শাহবাগ মোড় অবরোধ করা ছাত্র-জনতা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলতে থাকবে।

জাস্ট ইন