‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’
গানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে স্লোগানে স্লোগানে আহ্বান জানাচ্ছে শাহবাগ মোড় অবরোধ করা ছাত্র-জনতা।
বিশেষ করে শিবির নেতা-কর্মীদের উপস্থিতি সব চেয়ে বেশি। তারাই মূলত মুখরিত করে রেখেছে পুরো এলাকা। এদিকে রাত যত বাড়ছে ততই স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগ।
আজ শুক্রবার (৯ মে) বিকেলে তারা সেখানে অবস্থান নেন।
শাহবাগ মোড় অবরোধ করা ছাত্র-জনতা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলতে থাকবে।
‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি,’ ‘নাহিদ, আখতার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা ছাত্রলীগ ধরো, ধইরা ধইরা জবাই করো’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।
এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেল সাড়ে ৪টায় তিনি এ ঘোষণা দেন।
এরপর পৌনে ৫টার আগেই শাহবাগ মোড় অবরোধ করে ছাত্র-জনতা।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান গ্রহণ করেন হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির নেতকর্মীরা। ধীরে ধীরে তাদের সঙ্গে অনেকে যোগ দেন।
এই দাবিতে সেখানে সারা রাত আন্দোলন চালিয়ে যাওয়া হয়। আজ বাদ জুমা সেখানে সমাবেশের ডাক দেওয়া হয়। ওই সমাবেশ থেকে শাহবাগ অবরোধের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জাতীয় নাগরিক পার্টি, জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন। তাদের কণ্ঠে ছিল আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান।
অন্যান্য দল সেখানে থাকলেও জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে।
দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।
আন্দোলনকারীরা হাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছেন।
তবে, এ অবরোধের ফলে শাহবাগের চারপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরের দিকে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
তবে আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা এখন থেকে রাস্তা ব্লক করব।
আমরা এখান থেকে গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না।’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, যদি সেটার জন্য এক বছরও লাগে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না।’