হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে হামলার অভিযোগ
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষ করে ফেরার পথে "জয় বাংলা" স্লোগান দেওয়ার সময় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানসহ চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে কোর্ট মসজিদ এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সন্ধ্যায় স্টাফ কোয়ার্টার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে সদস্য সচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি এবং অন্তর আহত হন। বর্তমানে আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, কোর্ট মসজিদ এলাকায় সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সংগঠনের নেতারা অভিযোগ করেন যে, সম্প্রতি দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।