কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী জান্নাতি (১৫) এর মরদেহ বাড়ির পাশের একটি কৃষিজমি থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ মে) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
জান্নাতির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার জ্যাঠা খলিল দাবি করেছেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা গভীর রাতে জান্নাতিকে ঘর থেকে বের করে নিয়ে হত্যা করেছে। তবে এই দাবির সত্যতা স্থানীয়রা নিশ্চিত করতে পারেননি। সদর থানার ওসি হাবিবুল্লাহ জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের কারণে এমন হত্যাকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে, তবে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।