সচিবালয় ও যমুনার আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা ১০ মে ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে

 

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে নিম্নোক্ত এলাকাগুলো:

  • বাংলাদেশ সচিবালয়

  • প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা

  • হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়

  • কাকরাইল মসজিদ মোড়

  • অফিসার্স ক্লাব মোড়

  • মিন্টো রোড

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

 

এর আগে, ২০২৪ সালের ২৫ আগস্ট এবং ২০২৫ সালের ১৩ মার্চেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি

সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে, এই নিষেধাজ্ঞা মেনে চলতে এবং নির্ধারিত এলাকাগুলোতে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা গণজমায়েত থেকে বিরত থাকতে।