সচিবালয় ও যমুনার আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা ১০ মে ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে ।
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে নিম্নোক্ত এলাকাগুলো:
-
বাংলাদেশ সচিবালয়
-
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা
-
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়
-
কাকরাইল মসজিদ মোড়
-
অফিসার্স ক্লাব মোড়
-
মিন্টো রোড
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এর আগে, ২০২৪ সালের ২৫ আগস্ট এবং ২০২৫ সালের ১৩ মার্চেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি ।
সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে, এই নিষেধাজ্ঞা মেনে চলতে এবং নির্ধারিত এলাকাগুলোতে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা গণজমায়েত থেকে বিরত থাকতে।