রাজনৈতিক দলের অধিকার রক্ষায় গয়েশ্বর চন্দ্রের জোরালো বক্তব্য
রাজনৈতিক দল নিষিদ্ধে সমস্যা মেটে না, আইনের শাসনই মুখ্য: গয়েশ্বর
রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্য দিয়ে কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার মতে, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই কে গ্রহণযোগ্য আর কে নয়—তা নির্ধারণ হওয়া উচিত।
শনিবার (১০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আইনের শাসন থাকলে জনগণই ঠিক করবে কারা রাজনীতি করবে, কে নিষিদ্ধ হবে। এটা সরকারের চাপিয়ে দেওয়ার বিষয় নয়।”
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে প্রশ্ন
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে তিনি বলেন, “রাষ্ট্রপতির মতো একজন ব্যক্তির দেশত্যাগের খবর কোনও সংস্থা জানত না—এটা বিশ্বাসযোগ্য নয়। সরকারের সম্মতি ছাড়া তার বিদেশে যাওয়া অসম্ভব। যারা ১/১১ ঘটনার জন্ম দিয়েছিল, তারাই এখনো অন্তর্বর্তী সরকারের ছকে কাজ করছে।”
তারেক রহমানের ফেরার পথ ও আন্দোলন প্রসঙ্গে
তারেক রহমান প্রসঙ্গে গয়েশ্বর বলেন, “তিনি অনেক মামলায় খালাস পেয়েছেন। তবে তাঁর ওপর চালানো নির্যাতনের ক্ষত থেকে গেছে। দেশে ফিরতে তার কোনো বাধা নেই—কেবল সরকারের পক্ষ থেকে যথাযথ নিশ্চয়তা দরকার। বিদেশে থেকেও তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফল করেছেন।”
এ সময় তিনি আরও বলেন, “গণতন্ত্রই যেকোনো রাজনৈতিক সংস্কারের প্রধান ভিত্তি।”