তারেক রহমানের হুঁশিয়ারি, পলাতক অপশক্তির পুনর্বাসনের চেষ্টা ব্যর্থ হবে
তারেক রহমান: “ফ্যাসিবাদীদের পুনর্বাসন চায় না জনগণ”
গুম, খুন, লুটপাট এবং সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িতদের পুনর্বাসন সমাজ ও রাষ্ট্রে অনুচিত—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১০ মে) বিকেলে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর গুলশানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা আমাদের মৌলিক দায়িত্ব। ফ্যাসিবাদী শক্তি যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “যারা গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র হারিয়েছে, তারা অপশক্তি হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশকে যেন কেউ তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।”
অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে তারেক রহমান জানান, “বিএনপি অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায়। সরকারের কার্যক্রম সম্পর্কে মানুষের যেন স্পষ্ট ধারণা থাকে, তা নিশ্চিত করা জরুরি। এতে বিভ্রান্তির অবকাশ থাকবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতারা এবং ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত দলীয় কর্মীরা।